.png)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ পূরণ করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ড (গুলশান এলাকা) ভোটার হওয়ার জন্য ইতিমধ্যেই অনলাইনে আবেদন করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালেই তিনি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা এবং আঙুলের ছাপ দেওয়ার মাধ্যমে ভোটার হওয়ার বাকি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। এরপর সরাসরি তিনি নির্বাচন কমিশনে পৌঁছেছেন এনআইডি নিবন্ধন কার্যক্রমের জন্য।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৭-৮ ঘণ্টার মধ্যে এনআইডি প্রদান করা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। যে রুমে তারেক রহমান বায়োমেট্রিক নিবন্ধন দেবেন, সেটিও পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে।”