
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হওয়া ডাকসুর স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নিয়ম ভঙ্গের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন। তিনি রোকেয়া হল প্রভোস্ট বরাবর চিঠি পাঠিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে উমামা ফাতেমা এ তথ্য জানান।
তিনি বলেন, গতকাল রোকেয়া হলে প্রবেশকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে কথা তোলা হচ্ছে। আমি কোনো নির্বাচনী প্রচার বা মিটিং করতে যাইনি। মানসিক চাপের কারণে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি হলগেট ১০টায় বন্ধ হওয়ার আগেই রোকেয়া হলে প্রবেশ করি। রাত ১টা ৩০ মিনিটে প্রবেশের বিষয়ে যে ভুয়া খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
উমামা ফাতেমা আরও জানান, কেউ প্রমাণ করতে পারবে না আমি ভোট চাইনি। স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ায় অযথা আমাকে হেয় করা হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে অপরাধী সাজিয়ে ফেসবুকে বিচার করা হচ্ছে। পরিস্থিতি ঘোলাটে হলে আমি সরাসরি প্রভোস্টের সঙ্গে দেখা করি এবং একটি আবেদন দিই।
চিঠিতে তিনি স্বীকার করেন, অন্য হলে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের নিয়মবিরুদ্ধ। একই সঙ্গে তিনি পুনরায় ক্ষমা প্রার্থনা করে প্রস্তাব দেন, “বিশ্ববিদ্যালয় আইডি কার্ড প্রদর্শনের মাধ্যমে এক হলের শিক্ষার্থীদের অন্য হলে প্রবেশের সুযোগ সহজতর করা উচিত।