
ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে তিনি ‘কালো শক্তি’ আখ্যা দেওয়া এবং সংগঠকদের ‘রাজাকারের বাচ্চা’ বলে মন্তব্য করার প্রতিবাদে এ ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে তাকে প্রতিহত করারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
রোববার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাহিন সরকার।
মাহিন সরকার বলেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। যদি ভবিষ্যতেও কেউ চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে দৃষ্টতাপূর্ণ মন্তব্য করে, তাহলে আমরা প্রতিবাদ জানাবো। ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিংবা এর আশপাশে প্রবেশ করেন, তবে আমি মাহিন সরকার ও সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করবো।
তিনি আরও বলেন, তাকে (ফজলুর রহমান) ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। বিএনপির অনুগত ছাত্রসংগঠনগুলো এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার না করা পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের প্রতিও সন্দেহ প্রকাশ করবো। ডাকসু নির্বাচন শুধু নয়, সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক ইতিহাস সংরক্ষণের লড়াইও চলবে।