
ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের তাৎক্ষণিক সহায়তায় মেট্রোরেলে একটি বগি সংরক্ষিত রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
সোমবার (২১ জুলাই) দুপুরে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের দ্রুত স্থানান্তরের জন্য নারী বগির পাশে একটি বগি রিজার্ভ রাখা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার দুপুর ১টার পর। বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ‘হায়দার হল’ নামের একটি ভবনে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ও আগুন ধরে যায় ভবন ও বিমানে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীদের মতে, বিধ্বস্ত ভবনটিতে অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিকেল ৪টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ রাখা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন দগ্ধ হয়েছেন, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী।
উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের মধ্যে কয়েকজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।