
রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরবাইক আরোহী ২ শিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর রাতে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে শুক্রবার ১২ ডিসেম্বর ভোরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় জানা গেছে ইরাম রেদওয়ান (২৫) এবং অপু আহমেদ (২৫) হিসেবে। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের শিক্ষার্থী, আর অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স তৃতীয় বর্ষে পড়তেন।
হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া বন্ধু তাওসিফ গণমাধ্যমকে বলেন, “ইরাম ও অপু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রথমে অপু ও তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থী ডেমরা থানার চিটাগাং রোড এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনায় জড়িত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) পুলিশ আটক করেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।