
একযোগে উচ্চপর্যায়ের ৩৯ কর্মকর্তা বদলির মাধ্যমে বাংলাদেশ পুলিশে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। এতে অন্তর্ভুক্ত রয়েছেন ৩০ জন ডিআইজি, ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ১২ ডিসেম্বর এই সিদ্ধান্তের বিষয়টি জানায়। মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে বদলির আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যেসব কর্মকর্তা বদলি হয়েছেন, তাদের মধ্যে সম্প্রতি পদোন্নতি পাওয়া ৩০ অতিরিক্ত ডিআইজিও রয়েছেন, যারা অল্প কিছুদিন আগে ডিআইজি পদে উন্নীত হন।