
রাজধানীতে ডেঙ্গুর দাপট থামছেই না। গত ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতী রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা ১৯২-এ নিয়ে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম রোববার, ২৮ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৮৪৫ জন।
নতুন মৃত্যুর শিকার চারজনই রাজধানী ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং বাকি দুইজন ঢাকা উত্তর সিটির বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চল থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকা থেকে ১৬৪ জন, খুলনায় ১০১ জন, চট্টগ্রামে ৯১ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১২ জন, রাজশাহীতে ৫৪ জন, ময়মনসিংহে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৫১ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল আরও বেশি; এক হাজার ৭০৫ জন, আর সে বছর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।