
কক্সবাজারের টেকনাফে ডাকাতির সময় এলোপাতাড়ি গুলিতে সুমাইয়া আকতার (১৯) নামের এক তরুণী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় একদল সশস্ত্র ডাকাত নোয়াখালী পাড়ায় ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে প্রবেশ করে। স্থানীয়রা বাধা দেওয়ায় ডাকাতদল লক্ষ্যভেদে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় সুমাইয়া গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা বাদশা জানান, “ডাকাতদের প্রতিহত করতে গিয়ে স্থানীয়রা বাধা দিয়েছিল। তখন তারা ছোড়া গুলিতে সুমাইয়া আহত হন এবং হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।”
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, “নোয়াখালী পাড়ায় একজন তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।”