
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও জানিয়েছেন, আগামী নির্বাচনে জামায়াত কোনো জোটে যাচ্ছে না।
বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের আমির।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।”
নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করব না।”
আওয়ামী লীগের নির্বাচনী অংশগ্রহণ বিষয়ে তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।”
সাম্প্রতিক বিদেশ সফর সম্পর্কে জামায়াতের আমির জানান, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, “বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান।”
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের অসামান্য অবদান থাকা সত্ত্বেও জাতি এখনো তাদের প্রাপ্য সম্মান দিতে পারেনি।
দলের সর্বোচ্চ পদে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর এটি ডা. শফিকুর রহমানের প্রথম সিলেট সফর। জানা গেছে, শহরে পৌঁছে তিনি জেলা ও মহানগর জামায়াতের আয়োজনে পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন।