
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ভারত সরকারের মঞ্চস্থ এই প্রতিযোগিতায় তাদের না যাওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। আইসিসি অবশ্য সূচিতে কোনো পরিবর্তন করতে রাজি হয়নি, ফলে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরে যেতে হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানিয়েছে, এই বয়কটের কারণে বাংলাদেশের ক্ষতির পরিমাণ প্রায় ৩৩০ কোটি টাকা বা প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। এই অর্থ মূলত সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং অন্যান্য বার্ষিক আয় হারানোর কারণে হিসাব করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ক্ষতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশের সমান।
যদি বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যায়, তবে তাদের স্থানটি র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আইসিসি স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ক্রিকেট স্কটল্যান্ডের যোগাযোগ প্রধান চার্লস প্যাটারসন পিটিআইকে বলেছেন, "এই চলমান পরিস্থিতি নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। পরিস্থিতি বদলালে আমাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে।"
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে অনুরোধ করেছিল যে তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক। তবে আইসিসি এই অনুরোধ নাকচ করে বলেছে, বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন হবে না এবং ম্যাচগুলো ভারতেই খেলতে হবে।
আইসিসি বৃহস্পতিবার পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার সময় বেঁধে দেয়। তবে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর বাংলাদেশ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, "আইসিসির নিরাপত্তা মূল্যায়ন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।" দুই পক্ষের অনড় অবস্থানের কারণে বাংলাদেশের এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার সম্ভাবনা এখন প্রায় নিশ্চিত বলে মনে হচ্ছে।