
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া ভূইয়াপাড়া এলাকায় একটি বাসা থেকে মুস্তাফিজুর রহমান (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মুস্তাফিজ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা তাহের উদ্দিনের ছেলে। তিনি পরিবারসহ মেরাদিয়া ভূইয়াপাড়া ২১৭/৩ নম্বর বাসার নিচতলায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
রোববার (২৪ আগস্ট) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মুস্তাফিজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”
এসআই রবিউল আরও জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নিহতের সহকর্মী শাহিন বলেন, “এক সপ্তাহ আগে পারিবারিক বিরোধের কারণে মুস্তাফিজের স্ত্রী বাবার বাড়ি চলে যান। এরপর তিনি বাসায় একা থাকতেন এবং এক পর্যায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েন। তবে কেন তিনি আত্মহত্যা করলেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”