
ঝিনাইদহে রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এই সংঘর্ষ ঘটে, যাতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সংঘর্ষে জড়িত ছিলেন সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও তার প্রতিপক্ষ মাসুদ জোয়ার্দারের সমর্থকরা। আসাদ চৌধুরী জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে পরিচিত, আর মাসুদ জোয়ার্দার স্থানীয় রাজনীতিতে বিএনপি নেতা হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কলামনখালী গ্রামের এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল। সোমবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল, রামদা ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষ চলাকালীন আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”