
নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম আশা প্রকাশ করেছেন, কিছুদিনের মধ্যে সাদা পাথর এলাকা আগের অবস্থায় ফিরে আসবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর সরাসরি সাদা পাথর এলাকা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
ডিসি বলেন, “কিছুদিনের মধ্যে সাদা পাথর আগের অবস্থায় ফিরবে ইনশাল্লাহ। রিইনস্টল, লুটের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রতিরোধ—এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা কাজ করছি।”
পরিদর্শনকালে তার সঙ্গে কোম্পানীগঞ্জের নবনিযুক্ত ইউএনও মোহাম্মদ রবিন মিয়া এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, “সিলেটের পাথর আর যাতে লুট না হয় বা বাইরে যায়, সেজন্য আমরা আরও কঠোর নজরদারি চালাবো। লুণ্ঠিত পাথরগুলো কোথায় আছে, সেগুলো খুঁজে বের করে আমরা রিইন্সটল করছি। আশা করছি, খুব দ্রুত সাদা পাথর আগের অবস্থায় ফিরে আসবে।”
তিনি আরও জানান, আপাতত তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে—লুণ্ঠিত পাথরের উদ্ধার ও পুনর্বিন্যাস, জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে পাথর চুরি বা লুট রোধের জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। ডিসি বলেন, “পাথর লুণ্ঠনের কারণগুলো চিহ্নিত করলে প্রতিরোধ ব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব।”
আইনি ব্যবস্থার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, “অপরাধের মাত্রা অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব। তবে শাস্তির চেয়ে অপরাধ প্রতিরোধই আমাদের মূল লক্ষ্য।”