
ইন্টারনেটে ছড়িয়ে পড়া অসংখ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ছবির উৎস নির্ধারণ সব সময় সহজ নয়। প্রচলিত কয়েকটি প্রযুক্তি থাকলেও সেগুলি দিয়ে ছবির প্রকৃত উৎস নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হয় না। এই চ্যালেঞ্জ দূর করতে গুগল এবার জেমিনি অ্যাপে যুক্ত করেছে এআই-তৈরি ছবি শনাক্তের নতুন সুবিধা।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে গুগল জানায়, এআই জেনারেটেড ছবি যত বাস্তবের কাছাকাছি হয়ে উঠছে, ততই ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। আর যেহেতু বহু এআই-ভিত্তিক ছবি গুগলেরই বিভিন্ন টুল ব্যবহার করে বানানো হয়, তাই ব্যবহারকারীদের সঠিক তথ্য জানানোর প্রয়োজনীয়তা আরও বেড়েছে। এ বিষয়টি বিবেচনায় এনে জেমিনি অ্যাপে এআই-তৈরি ছবি যাচাইয়ের সক্ষমতা যোগ করা হয়েছে।
তবে গুগল স্পষ্ট করেছে- এই ফিচার শুধুমাত্র গুগলের নিজস্ব এআই টুল দিয়ে তৈরি কৃত্রিম ছবিগুলো শনাক্ত করতে পারবে।
গুগলের ব্যাখ্যা অনুযায়ী, কোনো ছবিকে এআই-নির্ভর মনে হলে সেটি জেমিনি অ্যাপে আপলোড করতে হবে। এরপর প্রশ্ন করতে হবে ‘ওয়াজ দিস ক্রিয়েটেড বাই গুগল এআই?’ কিংবা ‘ইজ দিস এআই জেনারেটেড?’
যদি ছবিটি গুগলের কোনো এআই মডেল দিয়ে তৈরি হয়ে থাকে, জেমিনি স্বয়ংক্রিয়ভাবে ‘সিন্থআইডি’ জলছাপ শনাক্ত করে ছবির উৎস জানাবে। পাশাপাশি ছবিটি কেন এভাবে চিহ্নিত হলো, সে সম্পর্কেও সংক্ষিপ্ত ব্যাখ্যা দেখানো হবে।