
সরকারের মধ্যে বিপ্লবের কিছুই দেখেন না জানিয়ে হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জমিয়তে ওলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনাইদ আল হাবিব বলেছেন, ‘সরকার আরও বিপ্লবী হবে। পরাজিত শক্তির দোসর ও তাদের সহযোগী যে যেখানেই আছে, প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জুনাইদ আল হাবিব আরো বলেন, ‘জুলাই বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার গঠন হয়েছে, আমরা গত ৫ মাসে বিপ্লবী কোন কিছুই দেখি নাই। সুতরাং, সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দোসর ও তাদের সহযোগী যে যেখানেই আছে, প্রত্যেককে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আগামী নির্বাচনে পরাজিত শক্তির কেউই অংশ নিতে পারবে না।’
হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘ঘোষণাপত্রের জন্য আমরা একটা কথা বলে এসেছি। অনেকগুলো বিষয় যেহেতু এখানে উল্লেখ করা হয়েছে, সেই জায়গায় ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সংযোগ করতে হবে। সে কথাটা আমরা বলে এসেছি।’