
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বর্তমানে নির্বাচনের কারণে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং মানুষের পারিবারিক সিদ্ধান্তও স্থগিত ও স্থবির হয়ে আছে।
রোববার (৯ নভেম্বর) রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, “মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত। বিনিয়োগ হোক, ব্যবসা-বাণিজ্য হোক, মানুষের পারিবারিক বিষয়ও ‘নির্বাচনের পরে করব’ অবস্থায় আছে। সবকিছু স্থগিত, স্থবির। নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র, কিন্তু একটি পক্ষ তা বিলম্বিত করতে মাঠে নেমেছে। তারা মূলত গণতন্ত্রের বিপক্ষে। যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়?”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সংবিধানের অধীনে শপথ নিয়েছে। কিন্তু সংবিধান অনুযায়ী গণভোটের আয়োজনের কোনো সুযোগ নেই। গণভোট নির্বাচন আগে বা নির্বাচনের দিন আয়োজনের পরিকল্পনা সংবিধানের সাথে সাংঘর্ষিক। বিএনপি এই বিষয়ে উদারতার পরিচয় দিয়েছে, যাতে দেশের রাজনীতিতে সহনশীল পরিস্থিতি বজায় থাকে, পরস্পরের মধ্যে সম্মানবোধ থাকে এবং বিশৃঙ্খলা না হয়।”
আমীর খসরু উল্লেখ করেন, “ঐকমত্য কমিশনের আলোচনায় যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখনো এমন অনেক দাবি উত্থাপিত হচ্ছে যা ঐকমত্য হয়নি।”
অনুষ্ঠানটি পরিচালনা করেন দ্য ফিন্যান্স টুডের নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী।