
রাজনীতিতে নতুন মোড় নিলেন সাবেক সচিব ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। দল থেকে পদত্যাগ করার পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
রবিবার, ২৮ সেপ্টেম্বর তারিখে তিনি জামায়াতে ইসলামীতে সহযোগী সদস্য হিসেবে যুক্ত হওয়ার জন্য সদস্যপদ ফর্ম পূরণ করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুর রব এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম।
দলীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক অঙ্গনে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার ভিত্তিতে জামায়াতের এ দুই নেতার উপস্থিতিতেই সোলায়মান চৌধুরী আবারও দলে ফিরে এলেন।
"দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী হিসেবে জামায়াতের দুই নেতার উপস্থিতিতে তিনি আবারও এই দলে যুক্ত হলেন," জানায় জামায়াতে ইসলামীর একটি অভ্যন্তরীণ সূত্র।
সোলায়মান চৌধুরী আগে থেকে প্রশাসনে উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং পরে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। এবি পার্টি ছাড়ার পর তার রাজনৈতিক গন্তব্য নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। অবশেষে তার জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হলো।