
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক জানাতে গুলশানে বিএনপির কার্যালয়ে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর রাতে তিনি শোক বইতে স্বাক্ষর করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা সভাপতি ও ঢাকা-১৭ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
শোক প্রকাশের এই মুহূর্তে জামায়াতের নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উপস্থিত বিএনপি নেতাদের প্রতি সমবেদনা জানান।