
গাজায় ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি ভঙ্গের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এ ধরনের লঙ্ঘন কেবল সহিংসতা বাড়াচ্ছে, তাই অবিলম্বে তা বন্ধ করতে হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) কাতারের দোহায় দ্বিতীয় বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন গুতেরেস।
তিনি বলেন, "গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিকতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এ সহিংসতা বন্ধ করতে হবে এবং সব পক্ষকে শান্তি চুক্তির প্রথম পর্যায়ের সিদ্ধান্ত মেনে চলতে হবে।"
যুদ্ধবিরতিতে সম্মত হলেও, ইসরায়েল প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করছে, বলে অভিযোগ করেছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল ১২৫ বারের বেশি লঙ্ঘন করেছে, এবং এতে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
চলমান হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে, আর ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন।
এ বছরের শুরুতেও যুদ্ধবিরতি ভেঙে গত ২৭ মে ইসরায়েল গাজায় পৃথক সাহায্য বিতরণ কার্যক্রম শুরু করে, যা পরবর্তীতে অঞ্চলে ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি করে। সে সময় খাদ্য বিতরণ কেন্দ্রে জমায়েত হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালায়, এতে শতাধিক মানুষ নিহত হন। ক্ষুধা ও দুর্ভিক্ষেও শিশুসহ বহু মানুষের প্রাণহানি ঘটে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, গাজা উপত্যকায় গণহত্যার অভিযোগে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) বিচারের মুখোমুখি রয়েছে।