
ভারতের কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হরিশ রায় আর নেই। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির ‘রকি চাচা’ চরিত্রে অভিনয় করে তিনি কোটি দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।
৫৫ বছর বয়সে হরিশ রায়ের মৃত্যু হয়েছে গত বুধবার (৫ নভেম্বর) ব্যাঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হরিশ রায় দীর্ঘ তিন বছর ধরে থাইরয়েড ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। রোগটি পরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
পরিবার এবং ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কেজিএফ টু’ ছবির শুটিং চলাকালীনও তার ক্যান্সারের চিকিৎসা চলছিল। শুটিং সেটে তিনি বড় দাড়ি রাখতেন। পরে নিজেই জানিয়েছিলেন, ক্যান্সারের কারণে ঘাড়ে তৈরি ফোলাভাব ঢাকতে তিনি দাড়ি রেখেছিলেন।
ক্যান্সার ছড়িয়ে পড়ার ফলে হরিশ রায়ের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হয়ে যায়। তার চেহারা ভেঙে যায়, পেট মারাত্মকভাবে ফুলে যায়। কিছু সময়ের জন্য তিনি অভিনয় থেকেও বিরতিতে ছিলেন। তবে শারীরিক অবনতির কারণে আর পূর্ণ ফিরতে পারেননি।
জীবনের শেষ দিকে হরিশ রায় আর্থিক সংকটের মুখোমুখি হন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অর্থাভাবে প্রথমে অস্ত্রোপচার করাতে পারেননি। পরবর্তীতে চতুর্থ স্তরের ক্যান্সার ছড়িয়ে যাওয়ায় তার অবস্থা গুরুতর হয়ে ওঠে। তিনি বন্ধু ও সহকর্মীদের সাহায্য চাওয়ার জন্য একটি ভিডিওও তৈরি করেছিলেন, কিন্তু প্রকাশ করতে সাহস পাননি।
কর্মজীবনে হরিশ রায় কন্নড়ের পাশাপাশি তামিল ও তেলুগু ছবিতেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘ব্যাঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘নাল্লা’ এবং সর্বাধিক পরিচিত ‘কেজিএফ’ সিরিজের দুই পর্ব।