
চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জের ধরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামের ৭২ নম্বর ব্রিজ মাঠে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মিন্টা মিয়া (৬০) ও হামজা আলী (৪৫), উথলী গ্রামের বড় মসজিদপাড়ার মৃত ক্ষুদে মন্ডলের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকালে কৃষি কাজে মাঠে গিয়েছিলেন দুই ভাই। সেই সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমে হামজা আলী এবং পরে মিন্টা মিয়াকে মৃত ঘোষণা করা হয়।
জীবননগর থানা পুলিশের ওসি মো. মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে।