
চীনের সামরিক বাহিনী জানিয়েছে, তাইওয়ান প্রণালী দিয়ে অতিক্রম করা কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজকে তাদের বাহিনী অনুসরণ ও সতর্ক করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) চীন এ পদক্ষেপকে উস্কানিমূলক কার্যক্রম হিসেবে অভিহিত করে।
চীনের পিপলস লিবারেশন আর্মি (ইস্টার্ন থিয়েটার কমান্ড) এক বিবৃতিতে জানায়, কানাডিয়ান ফ্রিগেট এবং অস্ট্রেলিয়ান গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টির চেষ্টা করেছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড ভুল বার্তা দেয় এবং আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়ায়।
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার জানান, ৬-৭ সেপ্টেম্বরের এই চলাচল আন্তর্জাতিক আইনের অধীনে একটি নিয়মিত অভিযান। তিনি বলেন, অস্ট্রেলিয়ান যুদ্ধজাহাজ কানাডিয়ান ফ্রিগেটের সঙ্গে চলেছে এবং দেশটি নেভিগেশনের স্বাধীনতা নিশ্চিত করতে ও জাতিসংঘ সমুদ্র আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা প্রণালীতে চলমান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একইসঙ্গে নৌ ও বিমান বাহিনী মোতায়েন করে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করছে।
উল্লেখ্য, তাইওয়ান প্রণালী চীন ও তাইওয়ানকে আলাদা করে রেখেছে। যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর যুদ্ধজাহাজ এ পথ দিয়ে নিয়মিত অতিক্রম করে। তবে চীন দীর্ঘদিন ধরে প্রণালীটিকে নিজের সামুদ্রিক অঞ্চলের অংশ দাবি করে আসছে, যা তাইওয়ান সরকার প্রত্যাখ্যান করেছে। গত পাঁচ বছরে চীন প্রণালীর কাছাকাছি সামরিক মহড়া চালিয়ে আসছে এবং তাইওয়ানের ওপর চাপ বাড়িয়েছে।