
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে চীনের দূতাবাস। দূতাবাসের মতে, ওই বক্তব্য “দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন” এবং এতে “ভুল-শুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে”, যার পেছনে রয়েছে স্পষ্ট “অসৎ উদ্দেশ্য”।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এক সংবাদবার্তায় দূতাবাসের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান। এর আগে বুধবার বিকেলে বাংলাদেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন কয়েকটি জাতীয় দৈনিকের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগের কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশে আমি সব বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখব, সেটা অন্তর্বর্তী সরকার হোক বা নির্বাচিত সরকার। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির বিষয় স্পষ্টভাবে তুলে ধরব।”
চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে পারস্পরিক সমর্থন ও সমতার ভিত্তিতে গড়ে উঠেছে। এই সম্পর্ক পারস্পরিক লাভজনক সহযোগিতায় রূপ নিয়েছে, যা জনসমর্থনও পেয়েছে এবং আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, “চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশের বিষয়; এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বা আঙুল তোলার সুযোগ নেই। আমরা যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানাই এবং বাংলাদেশের স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার পক্ষে সহায়ক কর্মকাণ্ডে মনোযোগ দিতে বলি।”