
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত থেকে অবৈধ প্রবেশের অভিযোগে ২৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার চামুশা-চাঁনশিকারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে আটজন পুরুষ, ১২ জন নারী, পাঁচ শিশু এবং দুই হিজড়া।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতরা সবাই বাংলাদেশি। তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে জিডি করা হয়েছে। তিনি বলেন, “তারা বিভিন্ন সময়ে পাসপোর্ট ছাড়া ভারতে গিয়েছিলেন। তাদের সঠিক পরিচয় ও ঠিকানা নিশ্চিত করার জন্য পুলিশে হস্তান্তর করা হয়েছে।”
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তারা ইউএনওর ডাকবাংলোয় অবস্থান করছেন।