
শরীয়তপুর জেলা শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও এনসিপির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চৌরঙ্গী এলাকায় সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, শহিদ ওসমান হাদীর হত্যাকারীদের বিচার দাবি করে এনসিপির নেতাকর্মীরা সন্ধ্যায় জেলা শহরে মিছিল বের করেন। মিছিলটি চৌরঙ্গী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে এক ছাত্রদল কর্মীর সঙ্গে এনসিপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
ছাত্রদল কর্মীদের অভিযোগ, এ সময় তাদের এক সদস্যকে মারধর করা হয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ছাত্রদলের চার নেতাকর্মী আহত হন। আহতদের বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের সময় ঘটনাস্থলে কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত থাকলেও তাদের কোন কার্যকর পদক্ষেপ নেওয়া দেখা যায়নি। প্রায় ৪০ মিনিটের তীব্র সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে বর্তমানে এলাকাটি এখনও থমথমে এবং উত্তেজনা বিরাজ করছে।