
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহাসিক নিউ হোস্টেল মাঠে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল এবং পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার।
প্রধান অতিথি ড. জালাল উদ্দিন বলেন, ‘আমাদের প্রিয় দেশনেত্রীর সুস্থতা কামনায় সবাই আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করুন। আপনাদের দোয়া তার আরোগ্য ও নতুন শক্তির উৎস হয়ে উঠুক।’
তিনি আরও বলেন, ‘একটি দল ইসলাম ধর্মকে নিয়ে অপব্যাখ্যা দিচ্ছে এবং ধর্মের নামে বেহেশতের টিকিট দেয়ার মতো বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না এবং মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে প্রতারণাও করে না। দেশ ও দেশের মানুষ বিএনপির কাছে নিরাপদ। বিএনপি ছাড়া আর কোনো দল রাষ্ট্র পরিচালনায় সক্ষম নয়। আপনারা যদি ভোটাধিকার প্রয়োগ করেন, ইনশাআল্লাহ বিএনপি আবারও দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।’
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. আজহারুল হক মুকুল। এতে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান।
দোয়া পরিচালনা করেন ফরাজীকান্দি ওআইসিয়া মাদরাসার সাবেক মহতামীম মাওলানা সিরাজ উদ্দিন এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সহসভাপতি মজিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ড. শোয়েব আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।