
বিএনপি যদি সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে নেমে আসে, তবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে উঠবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি একই সঙ্গে অভিযোগ করেছেন, ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করছে।
রোববার (২ নভেম্বর) দুপুরে গয়েশ্বর চন্দ্র রায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের নবগঠিত কমিটির সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝেছে।”
গয়েশ্বর আশা প্রকাশ করেন যে, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে জনগণের কাছে তাদের ব্যাখ্যা তুলে ধরবে।
তিনি আরও বলেন, “বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।”
বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা নিয়ে নানা মহল থেকে মিথ্যা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।