
গাজায় বাংলাদেশ থেকে কোনো ধরনের ফোর্স বা সেনা পাঠানোর বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তৌহিদ হোসেন বলেন, ‘গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। মাত্র আলাপ-আলোচনা চলছে। কারণ এখনো কোনো কিছু ঠিক হয়নি, কারা থাকবে কারা থাকবে না। যে তিনটি শর্তের কথা বলা হয়েছে, কোনো অবস্থাতেই এই পরিবশে সৃষ্টি না হলে আমরা যাবো না।’
তিনি আরও বলেন, প্রথমত বাংলাদেশ কোনো যুদ্ধের অংশ হতে যাবে না। দ্বিতীয়ত, এমন কোনো পরিস্থিতিতে বা এমন কোনো কর্তৃপক্ষের অধীনে বাংলাদেশ যাবে না, যাদের সঙ্গে যোগাযোগ বা কথাবার্তা বলা সম্ভব নয়। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার। শর্তগুলো মেনে নেওয়া হলে তবেই পরবর্তী আলোচনা হবে।
মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নন-স্টেট হওয়ার কারণে দেশ হিসেবে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব নয় ঢাকার। মিয়ারনমারের সঙ্গে সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘শিগগিরই পোস্টাল ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছে যাচ্ছে। ভোট দেওয়ার পর বাংলাদেশ মিশন ডাকযোগে সেই ব্যালট পাঠানোর ব্যবস্থা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের খুব বেশি কিছু করার নেই।’
তিনি আরও মন্তব্য করেন, মিয়ানমার ইস্যুতে মাঠপর্যায়ে ঠিক কী ঘটছে, তা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘণ্টায় ঘণ্টায় জানতে পারে না।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে তা গণমাধ্যমকে জানানো হবে।