
নির্বাচনী দৌড়ে থাকা গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ি) আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমানকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় রংপুর–ঢাকা মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ঘেগারবাজার খোদা বকস গ্রামের রজ্জব উদ্দিন মন্ডলের ছেলে। উদ্ধার হওয়ার পর তাকে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি আতাউর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা আজিজার রহমানের মনোনয়ন বাতিল করেছিলেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন এবং শুনানিতে মনোনয়ন ফিরে পান। এরপর বাসে করে নিজ এলাকায় ফেরার পথে সন্ধ্যায় তাকে মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।
ওসি আতাউর রহমান আরও জানান, বর্তমানে আজিজার রহমানের শারীরিক অবস্থা কিছুটা উন্নত। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তরের প্রস্তুতি চলছে। তিনি কীভাবে অজ্ঞান হয়ে পড়লেন—সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।