
সারাদেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমতের ঢেউ লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া এলাকায় বুচাই পাগলার মাজার পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “মানুষ বুঝেছে—‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। নাগরিকদের অধিকার সুরক্ষিত থাকবে এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “সারা বাংলাদেশে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে একটি জোয়ার তৈরি হয়েছে। মানুষ বুঝেছে, এই ভোট দিলে ব্যাংকে রাখা টাকা নিরাপদ থাকবে, পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হবে এবং রাষ্ট্র এমন পথে চলবে যেখানে মানুষের অধিকার অক্ষুণ্ন থাকবে।”
প্রেস সচিব নির্বাচন কমিশনের মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না, তবে গণনায় কিছুটা সময় লাগতে পারে। এ ক্ষেত্রে জনগণকে শান্ত ও ধৈর্য ধরে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে হবে।
বুচাই পাগলার মাজার প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতি বছর ফেব্রুয়ারিতে এখানে বাউল গানের মেলা অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশের বহুত্ববাদী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উদাহরণ।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ অলি-আউলিয়াদের দেশ। মাজারে আঘাত বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারও পছন্দ না হলে সেখানে না গেলেও এ ধরনের কাজ নিন্দনীয়।”
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে তিনি মন্তব্য করেন, “সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলার নিন্দা জানানো উচিত। তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সব নাগরিকের দায়িত্ব। আশা করি সাংবাদিকরা এবারের নির্বাচন সুন্দর ও নিরপেক্ষভাবে কভার করতে পারবেন।”