
কুয়েত সরকার গত দুই মাসে দেশ থেকে ছয় হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১০ জুলাই) এই তথ্য উঠে এসেছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে ও জুন মাসে প্রায় ৬,৩০০ প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এই তথ্য কারাগার বিভাগের অধীনস্থ ডিপোর্টেশন ও ডিটেনশন শাখার পরিসংখ্যান থেকে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, দেশটি বর্তমানে বসবাসের অনুমতি (রেসিডেন্সি) ও শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন করছে। যারা এসব আইন লঙ্ঘন করছেন, তাদের দ্রুত চিহ্নিত করে ফেরত পাঠানো হচ্ছে।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে অনেকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং পরে ডিপোর্টেশন শাখায় পাঠানো হয়। আবার কিছু প্রবাসীকে আদালতের আদেশে ফেরত পাঠানো হয়েছে।
ডিপোর্টেশন বিভাগ জানিয়েছে, প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পাশাপাশি আটক ব্যক্তিদের মানবিক সহায়তা ও প্রয়োজনীয় পরিষেবা প্রদান করা হচ্ছে।
গালফ নিউজ আরও জানায়, অবৈধভাবে বসবাস ও কাজ করা ব্যক্তিদের শনাক্ত করতে কুয়েতের নিরাপত্তা বাহিনী দেশব্যাপী নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে আটক ব্যক্তিদের যাচাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রেসিডেন্সি ব্যবস্থাপনা ও শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং এসব অভিযানের গতি আরও বাড়ানো হয়েছে।