
কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন (২৪) ও তার মা তাহমিনা আক্তার (৫০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সোমবার ভোরে ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
বাসার মালিক আনিছুল ইসলাম রানা জানান, “সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম আমার বাড়ি ভাড়া নিয়েছিলেন। তাঁর মৃত্যুর পর তার স্ত্রী তাহমিনা আক্তার, মেয়ে সুমাইয়া আফরিন ও দুই ছেলে এই বাসায় থাকতেন। গতকাল দুই ছেলে ঢাকায় থাকায় বাসায় ছিলেন না। রাতের দিকে ঢাকা থেকে ফিরে তারা ঘরের দরজা খোলা দেখে। প্রথমে ভেবেছিলেন মা ও বোন ঘুমিয়ে আছেন, কিন্তু দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে চেক করতে গিয়ে দেখেন তারা নড়ছেন না। এরপর ৯৯৯-এ কল দিলে পুলিশ ভোরে এসে মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত রোববার সকালে মধ্যবয়সী একজন ব্যক্তি বাসায় প্রবেশ করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে বের হন। এরপর আরও একবার তাকে ঢুকতে দেখা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।”
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা এটি হত্যাকাণ্ড বলে ধারণা করছি।”