
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা, বাইক সার্ভিস, বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি।
শুক্রবার (৩০ জানুয়ারি) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে।
এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তিচ্ছুদের পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা, ফ্রি বাইক সার্ভিস, পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি প্রদান করেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, "২০২৫-২৬ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং পাশাপাশি তাদের অভিভাবকরা যারা এসেছেন দূরদূরান্ত থেকে, তাদের সেবার কথা চিন্তা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে একটি সেবা তথ্যকেন্দ্র তৈরি করেছি। আমরা চেষ্টা করছি এখানে যারা অভিভাবকরা আছেন এবং শিক্ষার্থীরা আছেন, সকলে ভালোভাবে সেবা প্রদানে যাতে তারা কোনো সমস্যার সম্মুখীন না হয়।"
তিনি আরও বলেন, "পাশাপাশি গতকাল থেকে যারা এই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য আসছে তাদেরকে আমাদের হলগুলো, যে বাসা বা মেসগুলো আছে সবগুলোতে সাধ্যমতো থাকা এবং খাবারের ব্যবস্থা করেছি। এখানে একটি মেডিকেল সেবা বুথ স্থাপন করেছি, যাতে তারা জরুরি কোনো প্রয়োজনে চিকিৎসা সেবা পায়। পাশাপাশি আমরা সবার আগে 'বাংলাদেশ' নামে একটি বাইক সার্ভিস চালু করেছি। যেটা আমরা গতকাল রাত থেকে শুরু করেছি। আজকের দিনে প্রায় ৫০ জন ছাত্রকে আমরা এই সেবা দিতে পেরেছি। আগামীকালও আমাদের সেবাগুলো অব্যহত থাকবে। আশা করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্যান্য যারা পরীক্ষার্থী, যারা আসবে এবং অভিভাবকরা আসবে, সকলের পাশে আমরা আমাদের সাধ্যমতো থাকবো।"
শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, "দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকের কথা চিন্তা করে আমরা সেবা তথ্যকেন্দ্র স্থাপন করেছি। সেখানে পরীক্ষার্থী ও অভিভাবকরা বিশ্রাম নিচ্ছে। বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে তাদেরকেও আমরা সেবা দেব। পাশাপাশি যারা রাতে এসেছে তাদের জন্য সাধ্যমতো থাকা ও খাবারের ব্যবস্থা করেছি। প্রতিবারের মতো আমরা এবারও বাইক সার্ভিস চালু করেছি, যেটি সবচেয়ে বেশি সাড়া পাচ্ছে। খুব সুন্দর ও উৎসবমুখরভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে।"