
রাজধানীর উত্তরা পশ্চিমে ভোরের নিস্তব্ধতা ভেঙে দুই ভাঙারি ব্যবসায়ীর ওপর হামলা ও দেড় লাখ টাকার কাছাকাছি অর্থ লুটের অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মো. মাসুদ রানা (৩৭) ও মো. আল-আমিন (৪২)।
ঘটনাটি ঘটে সোমবার ২৪ নভেম্বর ভোরে জসীমউদ্দীন রোডের কিচেন হাউজের নিচে। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
আল-আমিনের স্ত্রী লাইজু জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। তিনি বলেন, “ব্যবসার ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে আসার সময় উত্তরা পশ্চিম জসিম উদ্দিন রোড কিচেন হাউজের সামনে ছিনতাইকারীরা তাদের দুইজনেক মাথায়, পিঠে, কপালে আঘাত করে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।”
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু জানান, প্রাথমিকভাবে একটি ঘটনার বিষয়ে তাদের জানা হয়েছে। তিনি বলেন, এখনো সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি এবং এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।