
গুজরাটে ফুচকা (স্থানীয়ভাবে গোলগাপ্পা) খাওয়ার এক অনানুষ্ঠানিক বিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে, একজন মহিলা রাস্তায় বসে যান চলাচল বন্ধ করে দেন।
সুরসাগর হ্রদ এলাকায় ঘটে যাওয়া এই ঘটনা প্রকাশ্যে আসে সামাজিক মাধ্যমে। স্থানীয় এক বিক্রেতার কাছ থেকে ২০ টাকায় চারটি ফুচকা কিনছিলেন ওই মহিলা। তবে তিনি ২০ টাকায় ছয়টি ফুচকা চান। কিন্তু বিক্রেতা তা দিতে অস্বীকার করলে, দুই পক্ষের মধ্যে শুরু হয় তর্ক।
কিছুক্ষণের মধ্যে রেগে গিয়ে মহিলা রাস্তার ওপর বসে পড়েন এবং যাত্রী ও যানবাহনের চলাচল বন্ধ করে দেন। এর ফলে ব্যস্ত রাস্তায় যানজট সৃষ্টি হয়। অনেক পথচারী এবং চালক বিষয়টির ভিডিও ও ছবি তুলতে থাকেন।
পরিস্থিতি সামলাতে ট্রাফিক পুলিশ ছুটে আসে এবং তাকে রাস্তা থেকে সরায়। ওই সময় অশ্রুসিক্ত মহিলা বলেন, আমাকে কেন ৬টি ফুচকা দেননি? ২০ টাকায় মাত্র চারটি ফুচকা দিয়েছে।
ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে, যা মুহূর্তের মধ্যে ব্যবহারকারীদের মনযোগ আকর্ষণ করেছে।