
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল এবং একটি অনুষদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬টি ছাত্রী হল, ১১টি ছাত্র হল এবং ব্যবসায় শিক্ষা অনুষদে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ছাত্রী হলের তালিকায় রয়েছে: নওয়াব ফয়জুন্নেসা হল, প্রীতিলতা হল, ১৩ নম্বর ছাত্রী হল, ফজিলতুন্নেসা হল, রোকেয়া হল এবং বীর প্রতীক তারামন বিবি হল।
ছাত্র হলগুলোর মধ্যে রয়েছে: আল-বেরুনী হল, শহীদ সালাম-বরকত হল, আ ফ ম কামালউদ্দিন হল, মওলানা ভাসানী হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, ১০ নম্বর ছাত্র হল, ২১ নম্বর ছাত্র হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ তাজউদ্দিন আহমেদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল এবং মীর মোশাররফ হোসেন হল।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদেও আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
নতুন কমিটিতে মোট ৮৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে। কমিটিগুলোর কাছে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।