
রাজধানীর মিরপুরে খেলার সময় ককটেল বিস্ফোরণে তামিম (১০) নামে এক শিশুর শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে মিরপুর ১ নম্বর বিহারী ক্যাম্প এলাকার একটি মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দ শোনার পর এলাকাবাসী ছুটে গিয়ে আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সকালে খেলতে গিয়ে মসজিদের পাশে ককটেল জাতীয় একটি বস্তু পায় তামিম। সেটিকে খেলনা ভেবে হাতে নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে হঠাৎ তা বিস্ফোরিত হয়। এতে তার ডান হাত ও পেটের ডান পাশ গুরুতরভাবে পুড়ে যায়।
তামিমের নানা জালাল জানান, “বিস্ফোরণের শব্দ শুনে আমি দৌড়ে গিয়ে তামিমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখি। পরে সকাল ১১টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মিরপুর থেকে আহত এক শিশুকে ককটেল বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।”