
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের সামনে পড়ে থাকা চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক কোমরপুর পলাশবাড়ী শাখার প্রধান ফটকের সামনে ককটেলগুলো দেখতে পান স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে তারা পুলিশকে জানায়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও র্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পরে র্যাব-১৩ রংপুর ব্যাটালিয়ন সদর দপ্তরের বোমা নিষ্ক্রিয়কারী দলের সিনিয়র এএসপি তরিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিএডি শামসুল হুদা ও সার্জেন্ট আব্দুল বারী ককটেলগুলো নিরাপদে উদ্ধার করেন।
ওসি মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে উদ্ধারকৃত চারটি বস্তু ককটেল বলেই নিশ্চিত হওয়া গেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।