
সৌর বিকিরণের তীব্রতায় এয়ারবাসের উড়োজাহাজের অনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে ব্যাঘাত ঘটার আশঙ্কায় বিশ্বব্যাপী কয়েক হাজার ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এই কারণে অনেক দেশে উড়োজাহাজের নির্ধারিত সময়ের ফ্লাইটে বিলম্ব দেখা দিয়েছে।
এয়ারবাসের এ-৩২০ মডেলের প্রায় ৬,০০০ উড়োজাহাজে এমন জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশ্বব্যাপী এয়ারবাসের উড়োজাহাজের সংখ্যা বিবেচনায় এই পরিমাণের প্রায় অর্ধেক। সমস্যা সমাধানের জন্য এয়ারবাস কর্তৃপক্ষ দ্রুত সফটওয়্যার আপডেটের পরামর্শ দিয়েছে। আশা করা হচ্ছে, আপডেটের পর অধিকাংশ বিমান পুনরায় স্বাভাবিকভাবে উড্ডয়ন করতে পারবে।
যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানায়, এই সতর্কতার কারণে কিছু ফ্লাইট বাতিল হতে পারে। তবে দেশটির বিমানবন্দরগুলোতে এখনও বড় ধরনের প্রভাব দেখা যায়নি।
এয়ারবাসের একটি প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরের একটি ঘটনায় বিষয়টি প্রথম শনাক্ত হয়। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর আকাশসীমার মাঝামাঝি জেটব্লু এয়ারওয়েজের একটি এয়ারবাস উড়োজাহাজ হঠাৎ উচ্চতা হারিয়ে ফেলে। তদন্তে দেখা যায়, এর পেছনে সৌর বিকিরণের কারণে অনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে সমস্যা সৃষ্টি হয়েছিল। ওই ফ্লাইটকে জরুরি অবস্থায় ফ্লোরিডায় অবতরণ করতে হয়, যার ফলে অন্তত ১৫ যাত্রী আহত হন।