
রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছে না। বার্সেলোনার কাছে হার দিয়ে সুপার কাপ হেরে যাওয়ার পর ক্লাবটি কোচ জাবি আলোনসোকে বরখাস্ত করেছে। এরপর নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দেওয়া হলেও শুরুতেই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে বাঁ হাঁটুর চোটের কারণে আগামী লা লিগার লেভান্ত ম্যাচে খেলতে পারছেন না। যদিও ব্যথা তীব্র নয়, রিয়ালের মেডিকেল টিম মাঠে ঝুঁকি নিতে নারাজ। ফলে ডাগআউটে নিজের শুরুর দিনগুলোতে নতুন কোচ আরবেলোয়াকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
পয়েন্ট টেবিলে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদের জন্য লেভান্তের বিপক্ষে জয় অপরিহার্য। এমবাপ্পের অনুপস্থিতি এই চাপে আরও বাড়তি ধাক্কা দিয়েছে।
এছাড়া দলের রক্ষণ ও মাঝমাঠের গুরুত্বপূর্ণ তারকা—এডার মিলিতাও, অ্যান্তোনিও রুডিগার এবং ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডও চোটে আছেন। এই পরিস্থিতিতে একাদশ সাজানো নিয়েই নতুন কোচ আরবেলোয়াকে হিমশিম খেতে হচ্ছে।