
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে তহবিল সংগ্রহের ঘোষণা দিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি তার প্রার্থীদের নির্বাচনী খরচ চালাতে জনগণকে অর্থ সহায়তার জন্য আহ্বান জানিয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ এই ঘোষণা দেন।
তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে পছন্দ হয়, বা পার্টিকে দান করুন। নির্বাচনী পথ পার হতে আমাদের সাহায্য করুন। নির্বাচিত হলে সংসদে আমরা আপনার ভয়েসটাই তুলে ধরব।”
তবে তিনি স্পষ্ট করেন, দানের জন্য কোনো সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়নি। তিনি জানান, যে কেউ নিজের সামর্থ্য অনুযায়ী দলের প্রচেষ্টায় অর্থ সহায়তা করতে পারবেন।
এতে দেখা যাচ্ছে, ছাত্র ও তরুণ নেতৃত্বাধীন এই দলটি নাগরিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী তহবিল গঠনের একটি নতুন পথ অনুসরণ করছে।