
রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১০০টি ধারালো অস্ত্র জব্দের ঘটনায় গ্রেফতার ৯ দোকান কর্মচারীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াহাবের আদালত এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. শুকুর আলী, মো. রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, মো. নুর হোসেন লিমন, সাজ্জাদ, আলী আকবর ও সাজিদ হাসান।
এমতাবস্থায় নিউমার্কেট থানার উপপরিদর্শক পাভেল আহমেদ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলেও, রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমনের যুক্তিতর্কের পর বিচারক প্রত্যেক আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার সেনাবাহিনী নিউমার্কেটের বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ধারালো অস্ত্র উদ্ধার করে। অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ৯ জনকে গ্রেফতার করে থানায় মামলা দায়ের করা হয়।