
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ঘটে।
সরেজমিনে দেখা যায়, রায় ঘোষণার পর আন্দোলনকারী শিক্ষার্থীরা আবারও বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার চেষ্টা করলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
এর আগে দুপুরে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে রওনা হন। তারা এস্কাভেটর নিয়ে এলাকার প্রবেশমুখে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ছাত্র-জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করে, পরে পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে সবাইকে সড়িয়ে দেয়।
ঘটনার আগেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকার চারপাশে সেনাবাহিনী কঠোর অবস্থান নেয়। অন্যদিকে এস্কাভেটরসহ অবস্থান নেওয়া ছাত্র-জনতা আওয়ামী লীগবিরোধী নানা স্লোগানে পরিবেশ উত্তপ্ত করে তোলে। তারা স্লোগান দেয়— ‘মুজিববাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’