
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণ হারানো শিক্ষিকা মাসুকা বেগমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং গার্ড অব অনার প্রদান করেন বিমান বাহিনীর ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার শেষে কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন প্রতিনিধি দলের সদস্যরা। পরে তারা নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, “ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লাইয়িং করতে হচ্ছে।”
তিনি আরও বলেন, “যেকোনো সময় যেকোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লাইয়িং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।”
উল্লেখ্য, ৯ জুলাই উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষিকা মাসুকা বেগম নিহত হন। তার স্মৃতির প্রতি সম্মান জানাতে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বিমান বাহিনী।