
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এমনভাবে এগোচ্ছে যা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে মনে থাকবে। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এই নির্বাচন গণতন্ত্রের নতুন সূচনা ঘটাবে এবং এর প্রমাণ হিসেবে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এতে অংশগ্রহণ করবেন।
শনিবার সকাল বেলার ঘটনা, রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, “অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের জন্য বয়স সীমা কমানো হয়েছে। তবে অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।”
কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। তাদের মত অনুযায়ী, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকল অংশগ্রহণকারীর আস্থা অর্জন এবং সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
বিশেষজ্ঞরা আরও বলেন, নির্বাচনে রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সকল স্টেকহোল্ডারের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া, প্রার্থী ও দলগুলোর অনলাইনে প্রচারণা চালানোর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার প্রস্তাবও তারা দেন।