
মেক্সিকোতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত আইনাত ক্রানজ নাইগারকে হত্যা করার পরিকল্পনা করেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি), এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত বছরের এই হত্যার ষড়যন্ত্র ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে এবং বর্তমানে কোনো হুমকি নেই।
এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, হত্যার পরিকল্পনা চলতি বছরের প্রথম ছয় মাস পর্যন্ত সক্রিয় ছিল। তিনি বলেন, “এই ষড়যন্ত্র ঠেকানো গেছে এবং বর্তমানে কোনো হুমকি নেই। এটি ইরানের বৈশ্বিক প্রাণঘাতী কর্মকাণ্ডের সর্বশেষ উদাহরণ; যেখানে তারা কূটনীতিক, সাংবাদিক, ভিন্নমতাবলম্বী বা যে কাউকে তাদের সঙ্গে দ্বিমত রাখে, তাদের নিশানা করে। যেসব দেশে ইরানি উপস্থিতি আছে, সেসব দেশের জন্য এটি উদ্বেগের বিষয়।” তবে ষড়যন্ত্র কীভাবে নস্যাৎ করা হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মেক্সিকোর নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জানিয়েছে, ইরানের নির্দেশনায় পরিচালিত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক রাষ্ট্রদূতের ওপর হামলার চেষ্টা করেছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
অন্যদিকে, তেহরানের মেক্সিকো দূতাবাস এই অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা” দাবি করেছে। ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা কখনোই আমাদের মেক্সিকান বন্ধুদের সুনাম ক্ষুণ্ণ করব না। মেক্সিকোর স্বার্থবিরোধী কোনো কাজকে আমরা নিজেদের স্বার্থবিরোধী মনে করি এবং মেক্সিকোর আইন মেনে চলাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পূর্বেও বহুবার অভিযোগ করেছেন, ইরান ও তার সহযোগীরা তেহরানের বিরোধীদের বিরুদ্ধে সহিংস হামলা চালাচ্ছে। ইরানি কর্মকর্তারা এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন।
গত বছর ব্রিটেন ও সুইডেনের নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক করেছিল, তেহরান স্থানীয় অপরাধী গোষ্ঠীগুলো ব্যবহার করে বিভিন্ন দেশে সহিংস হামলার পরিকল্পনা করছে। ব্রিটেন জানিয়েছে, ২০২২ সাল থেকে ইরানের সঙ্গে সম্পৃক্ত ২০টি ষড়যন্ত্র তারা নস্যাৎ করেছে।
গত মাসে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককলাম বলেছেন, “ইরান বিশ্বজুড়ে উন্মাদের মতো তাদের সমালোচকদের চুপ করানোর চেষ্টা করছে।” তিনি উল্লেখ করেছেন, অস্ট্রেলিয়া ইরানের ইহুদি-বিরোধী ষড়যন্ত্র উন্মোচন করেছে এবং নেদারল্যান্ডসে ব্যর্থ হত্যাচেষ্টার প্রমাণ প্রকাশ পেয়েছে।
সূত্র: রয়টার্স, এএফপি।