
দেশজুড়ে চলমান আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টানা অভিযানে এক সপ্তাহে ১৪৯ জনকে আটক করেছে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।
বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে তল্লাশি ও অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সেনাবাহিনী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এর অংশ হিসেবে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীন ইউনিটগুলো পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সহযোগিতায় একাধিক যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানগুলোতে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ১৪৯ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৮টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ১৭টি কার্তুজ, ৪ দশমিক ৬২ কেজি বিস্ফোরক, দেশি-বিদেশি মাদকদ্রব্য, ধারালো অস্ত্র, প্রাইভেটকার, মোটরসাইকেল ও সিএনজি উদ্ধার করা হয়।
আইএসপিআর আরও জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে হস্তান্তর করা হয়েছে।