
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘প্রথম জুলাই বিপ্লব আন্তর্জাতিক সম্মেলন (আইসিজেআর-১)’ এ বক্তারা বিকৃত ইতিহাসের বিপরীতে সত্য প্রতিষ্ঠার আহ্বান জানান।
রবিবার (২৭ জুলাই) আয়োজিত এই সম্মেলনের প্রধান অতিথি, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আমরা ইতিহাসের বিকৃত রূপ থেকে সত্যকে সামনে আনতে চাই। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের আহাজারি, বিশ্ববিদ্যালয়ের দেয়ালে গুলির চিহ্ন এসব একদিন ন্যায়বিচারের ভিত্তি হবে
তিনি আরও বলেন, আজকের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের পতনের মধ্য দিয়ে আমরা যে বাস্তবতা দেখছি, তা জনগণের বিবেককে আহত করেছে। রাষ্ট্রীয় বাহিনীকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে গুম, খুন, নির্যাতন চালানো হয়েছে। সাংবাদিক, কবি, শিক্ষক ও ছাত্রনেতাদের দমন করা হয়েছে এবং ডিজিটাল নিরাপত্তা আইনকে মতপ্রকাশ দমন করতে ব্যবহৃত হয়েছে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কূটনীতিক জন এফ ডেনিলোইজ বলেন, জুলাই বিপ্লব কোনও বিদেশি চক্রান্ত নয়, এটি বাংলাদেশের জনগণের আন্দোলনের ফসল। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীদের কাছে প্রমাণ উপস্থাপন কঠিন, কারণ আজ পর্যন্ত এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।
বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারকে তিনি তথ্যযুদ্ধ ও অস্থিতিশীলতা মোকাবিলায় সতর্ক থাকার পরামর্শ দেন।
সম্মেলনে বক্তব্য রাখেন শহীদ জাহিদুজ্জামান তানভীনের বাবা-মা, যারা সব শহীদ পরিবারের পক্ষ থেকে সরকারকে শহীদদের স্বীকৃতি ও সনদ প্রদানের আহ্বান জানান।
দেশ-বিদেশের ১৫টি গবেষণা ও নাগরিক সংগঠন এই সম্মেলনে অংশ নেয়। জমা পড়া প্রায় ৪০০ গবেষণাপত্রের মধ্যে ৬০টি মৌখিক উপস্থাপনের জন্য নির্বাচিত হয়। দিনশেষে টিএসসি অডিটোরিয়ামে ‘লাল জুলাই’ নামের একটি নাটক মঞ্চস্থ হয়।