
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে ২৯৮টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তারা এই দায়িত্ব পালন করছেন।
সকাল ১০টায় রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটেও প্রতীক বরাদ্দের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় নির্বাচনী আচরণবিধি নিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিভিন্ন প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী উপস্থিত ছিলেন।
এর আগে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে মোট ২,৫৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
পরবর্তীতে বাছাই প্রক্রিয়ায় ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হলে বৈধ প্রার্থী দাঁড়ায় ১,৮৫৮ জন। তাদের মধ্যে ৬৩৯ জন আপিল করেন, যার মধ্যে ৪৩১ জন প্রার্থী আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান। মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করলে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১,৯৬৭ জন। এই প্রার্থীদের মধ্যেই প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।
এদিকে, আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। এসব আসনে পরবর্তীতে প্রার্থী নির্ধারণ হলে ৩০০ সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা আরও বাড়বে।