
সাবেক অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মুস্তফা কামাল (লোটাস কামাল), তার স্ত্রী কাশমিরি কামাল এবং দুই কন্যা কাশফি কামাল ও নাফিসা কামালের আয়কর নথি তলবের নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এসব আবেদন দাখিল করেন, যা পরে আদালত মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার নামে খোলা ৩২টি ব্যাংক হিসাবে বিপুল অঙ্কের সন্দেহজনক লেনদেনের বিষয়টি বর্তমানে তদন্তাধীন।
কাশমিরি কামালকে ঘিরে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, অর্থমন্ত্রী থাকাকালে লোটাস কামাল অবৈধভাবে ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকা অর্জন করেন এবং তা স্ত্রীর নামে দেখান। এছাড়া তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ২৯ কোটি ৭৩ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও অনুসন্ধানাধীন।
তাদের মেয়ে কাশফি কামালের ক্ষেত্রে দুদক জানিয়েছে, লোটাস কামাল অবৈধভাবে অর্জিত ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার টাকার সম্পদ বৈধ করার জন্য তার নামে দেখিয়েছেন। কাশফির নামে খোলা ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩৮টি ব্যাংক হিসাবে প্রায় ১৮৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।
অন্যদিকে, নাফিসা কামালের নামে লোটাস কামাল তার কথিত অবৈধ ৬২ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ স্থানান্তর করেছেন বলে দুদকের আবেদনে বলা হয়েছে। তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ১৮টি ব্যাংক হিসাবে প্রায় ১৯৯ কোটি টাকার লেনদেনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।